মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা বাড়ছে

বর্তমান উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের কারো কারো দপ্তর পরিবর্তন হতে পারে

আজকের বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৫, ০৪:০৩ পিএম

উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা বাড়ছে

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা আরও বাড়ছে। উপদেষ্টা পরিষদে নতুন করে আরও একাধিক সদস্য যুক্ত হতে পারেন বলে জানা গেছে। তবে আপাতত শুধু একজনের নাম জানা গেছে।


সূত্র বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মানবাধিকারকর্মী সি আর আবরার নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাচ্ছেন।


বুধবার (৫ মার্চ) তিনি শপথ নেবেন বলে জানা গেছে। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাকে শপথ পাঠ করাবেন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ছিলেন সিআর আবরার। তিনি একজন মানবাধিকার কর্মী এবং শরণার্থী ও অভিবাসী আন্দোলন গবেষণা ইউনিটের নির্বাহী পরিচালক। মানবাধিকার সংস্থা অধিকারের সভাপতি তিনি।


নতুন উপদেষ্টা নিয়োগের পাশাপাশি বর্তমান উপদেষ্টা পরিষদে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের মধ্যে কারো কারো দপ্তর পরিবর্তনের কথাও শোনা যাচ্ছে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ‌৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।


এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। এরপর গত ১৬ আগস্ট শপথ নেন আরও চারজন উপদেষ্টা। এরমধ্যে একজন উপদেষ্টা মারা গেছেন এবং একজন পদত্যাগ করেছেন।