মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
logo

ফরিদপুরে এক শিশুকে অপহরন করে জ্যান্ত পুঁতে হত্যারচেষ্টা, মুক্তিপন দাবি


শরিফুল ইসলাম , ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ০১:১২ পিএম

ফরিদপুরে এক শিশুকে অপহরন করে জ্যান্ত পুঁতে হত্যারচেষ্টা, মুক্তিপন দাবি

ফরিদপুরে জিহাদ (১৩) নামের এক স্কুল পড়াুয়া ছাত্রকে রাতের আধাঁরে ডেকে নিয়ে অপহরন করে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনায় শিশুর পিতা মো. মুস্তাক মাতুব্বর (৩৮) বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা করেন। 
মামলার এজহার সূত্রে জানা যায়, জিহাদ মাতুব্বর (১৩) নামে স্কুল পড়ুয়া ছাত্রকে গত ৭/১২/২০২৪ ইং কোতয়ালী থানাধীন হোগলাকান্দি ফজল করিম মাদ্রাসায় ওয়াজ শুনতে যায়। সেখান থেকে ৩ নং আসামী কৃষ্ণনগর ইউনিয়নের বড়মাধবপুর গ্রামের ইউসুফ শেখের পুত্র মারুফ ( ২০) তার সহযোগীদের সাথে আলোচনা করে স্কুল ছাত্র জিহাদকে (১৩) মাহফিল থেকে নানা কৌশলে ডেকে মাঠের বাইরে নিয়ে যায় এবং বেদম মারপিট করে একই তারিখে আনুমানিক ৯ ঘটিকায় কোতয়ালী থানাধীন কৃষ্ণনগর ইউনিয়নের বড়মাধবপুর পূর্বপাড়া কবরস্থানে নিয়ে যায়। সেখানে আসামীরা শিশু জিহাদকে (১৩) জোড় করে বলে যে- “ তোর বাবাকে ফোন করে বল ৫,০০০,০০ টাকা দিতে, তা না হলে তোকে খুন করে কবর দিয়ে দিব ”। এমতবস্থায় জিহাদ (১৩) আসামীদের কথায় রাজি না হওয়ায় কয়েক দফা বেদম মারপিঠ করা হয়। শিশু জিহাদের জোড় চিৎকারে স্থানীয় লোকজন বুঝতে পেরে এগিয়ে আসলে আসামীরা জিহাদ (১৩) কে রেখে পালিয়ে যায়। অসুস্থ অবস্থায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশু জিহাদ ভিষণ ভীত হয়ে পড়েন। এ ঘটনার পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন জিহাদকে মারতে মারতে জামার কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে একটি কবরস্থানে। সেখানে পৌঁছে আবারও তাকে মারতে মারতে এক তরুণকে কোদাল দিয়ে গর্ত খুঁড়তে দেখা যায়।
এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শিশুটির পরিবার শহরের একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন করেন। অপহরনের বিষয়ে জানতে চাইলে কোতয়ালী থানা ওসি আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, পুলিশ জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।