মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
logo

ইসকন নিষিদ্ধের প্রতিবাদে হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্রদের   মশাল মিছিল


হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৪, ০৬:১১ পিএম

ইসকন নিষিদ্ধের প্রতিবাদে হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্রদের   মশাল মিছিল

 

ইসকনের ঠিকানা, বাংলাদেশে হবেনা, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে।।
গতকাল বুধবার হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্যোগে ইসকন নিষিদ্ধের প্রতিবাদে এক মশাল মিছিল সারা শহর প্রদক্ষিণ করেছে। মিছিল পূর্ব সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য রাখেন।  সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর দেশ যখন নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন দেশ বিরোধী বিভিন্ন অপশক্তি দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। নানা অজুহাতে তারা বিক্ষোভ করেছে,সমাবেশ করছে আবার মানুষ হত্যা করছে। এদের চক্রান্ত রুখে দেওয়ার জন্য ছাত্র জনতা ঐক্যবদ্ধ রয়েছে। এদের মধ্যে ইসকন নামের সংগঠন টি শান্তি পূর্ণ সমাবেশ নামে একদিকে বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করছে অপরদিকে তারা সন্ত্রাসী হামলা করছে শান্তি প্রিয় নিরীহ মানুষের উপর। সম্প্রতি চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশের অনুসারীরা তার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভের সময় চট্টগ্রামে আইনজীবি সাইফুল ইসলাম আলিফ কে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে। এ নির্মম হত্যাকান্ডের সাথে জড়িতদের চিন্তিত করে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা দরকার। এদেশে সংখ্যা লঘুরা শান্তিপূর্ণ ভাবে সহ অবস্থান করবে এটা আন্তরিক ভাবে সকলের কাম্য। কিন্তু শান্তিপূর্ণ অবস্থানের নামে বিশৃঙ্খলার সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা এদেশের ছাত্র জনতা অতীতের ন্যায় সবসময় রুখে দেবে। এব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এদেশকে কোন অবস্থায় ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে দেয়া যাবেনা। 
শহরের সাইফুর রহমান টাউনহলের সামনে থেকে শুরু হয়ে মিছিল সারা শহর প্রদক্ষিন করে।