মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
logo

ফরিদপুরে শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা পেলেন মো. আসিফ ইকবাল


শরিফুল ইসলাম, ফরিদপুর প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০২ পিএম

ফরিদপুরে শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা পেলেন মো. আসিফ ইকবাল

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফরিদপুর পুলিশ লাইন্সের হলরুমে পুলিশের মাসিক কল্যাণ সভায় এই সম্মাননা প্রদান করা হয়। ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে মো. আসিফ ইকবালকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।


জানা গেছে, বেশ কিছু আলোচিত অপরাধের রহস্য উদঘাটন, গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য মো. আসিফ ইকবালকে এই সম্মাননা দেওয়া হয়েছে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল, মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান, ফরিদপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীর মিশু।


ফরিদপুর জেলা পুলিশের এই স্বীকৃতি ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।