মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
logo

নবনির্মিত যমুনা রেলসেতুতে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল


রাহাত শরীফ, গোপালপুর প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০২ পিএম

নবনির্মিত যমুনা রেলসেতুতে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল

টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নবনির্মিত যমুনা রেলসেতু দিয়ে আজ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর আধুনিক এই সেতুর উদ্বোধনের মাধ্যমে দেশের রেল যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হলো।


বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা রেলসেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান।


তিনি বলেন, বুধবার থেকে নতুন তৈরি যমুনা রেলসেতুতে নিয়মিত ট্রেন চলবে। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম পাড়ি দিয়েছে যমুনা বহুমুখী সেতু থেকে উত্তর পাশে অবস্থিত নতুন এই সেতু দিয়ে। আজ বেলা সোয়া ১১টার দিকে ট্রেনটি সেতু অতিক্রম করে। পর্যায়ক্রমে সিডিউল অনুযায়ী বাকি ট্রেনগুলো যাবে।রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যমুনা রেলসেতুটি নির্মাণের ফলে ট্রেনের গতি বাড়বে এবং পণ্য ও যাত্রী পরিবহন হবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়। সেতুটি চালুর ফলে ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে যাতায়াতের সময় কমে আসবে, যা অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।


উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ এই রেলসেতুটি সরকার ও আন্তর্জাতিক সহযোগীদের অর্থায়নে নির্মিত হয়েছে। এর ফলে বঙ্গবন্ধু সেতুর ওপর থেকে ট্রেনের চাপ কমবে এবং রেলপথে যোগাযোগ আরও গতিশীল হবে।


স্থানীয় বাসিন্দারা ও যাত্রীরা এই নতুন সেতুর সুবিধা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এটি দেশের রেল যোগাযোগে নতুন মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে।