মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
logo

বাঙলা কলেজস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণের সভাপতি নাজমুল সম্পাদক রাফি


শোয়াইব রহমান, বাঙলা কলেজ প্রতিনিধি প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০১:০১ পিএম

বাঙলা কলেজস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণের সভাপতি নাজমুল সম্পাদক রাফি

সরকারি বাঙলা কলেজে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে।বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুলকে সভাপতি এবং আব্দুল বাকির রাফিকে সাধারণ-সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা করা হয়েছে।সোমবার এক জরুরি সভায় এই কমিটি গঠন করা হয়েছে। 
উক্ত কমিটির বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি, অজয় সরকার, ইমন,আব্দুল হাকিম,মহিউদ্দীন, শান্ত, সুবর্ণা। যুগ্ন সাধারণ সম্পাদক হলেন:- আফরান, তন্ময়, অনন্ত, রিয়াজুল,আল-আমিন।

সাংগঠনিক সম্পাদক- আতাউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক - শরিফ,আজিজুল,মামুন, স্নিগ্ধা।অর্থ সম্পাদক - আসিফ ইসলাম, উপ-অর্থ সম্পাদ মোবারক। দপ্তর সম্পাদক আলমগীর, উপ-দপ্তর সম্পাদক জাবের আহমেদ।প্রচার ও প্রকাশনা সম্পাদক রেদোয়ান হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সায়ইদুল হক, ক্রীয়া বিষয়ক সম্পাদক আরিব গনি।এবং সদস্যরা হলেন নিরব,তৌহিদুল, পারভেজ, জাহিদুল, কামরুল, সাইফুল,রাফী, কামরুল, তানভির, ইমরান, রিদয়, রায়হান, শ্রী শুভ, মেরাজ, অনিম, তুহিন, রাসেল, আবু সুফিয়ান,নয়ন, অর্নব, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। 

সংগঠনের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান বলেন, ‘সরকারি বাঙলা কলেজে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের ভালোবাসার এই সংগঠন। তাই আমরা সব সময় চেষ্টা করব, সাবেকদের পরামর্শ এবং বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে সংগঠন পরিচালনা করার।

সাধারণ সম্পাদক আব্দুল বাকির রাফি বলেন, আমরা ‘শতভাগ নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করব।