মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
logo

ইয়াকুব আলী শাহ্ আল মাইজভান্ডারীর ৭১ তম বার্ষিক ওরশ উপলক্ষে জীবনী গ্রন্থ উদ্মোচন ও ওয়েব সাইড উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৫, ০৫:০১ পিএম

ইয়াকুব আলী শাহ্ আল মাইজভান্ডারীর ৭১ তম বার্ষিক ওরশ উপলক্ষে জীবনী গ্রন্থ উদ্মোচন ও ওয়েব সাইড উদ্বোধন

খলিফায়ে গাউসুল আজম আকবর আউলিয়া সৈয়্যদেনা মুর্শেদেনা শাহসুফী হাফেজ ক্বারী মাওলানা ইয়াকুব আলী শাহ আল মাইজভান্ডারী (ক) প্রকাশ ফকির মাওলানার - ৭১ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে জীবনী গ্রন্থ উদ্মোচন ও ওয়েব সাইড উদ্বোধন করা হয়েছে। 

 

১৮ জানুয়ারী (শনিবার) বেলা ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে ইয়াকুব ভান্ডার দরবার শরীফের উদ্যোগে এই জীবনী গ্রন্থ উদ্মোচন, ওয়েব সাইড উদ্বোধন ও শান্তিপূর্ন সমাজ গঠনের অলী আউলিয়ার ঐতিহাসিক অবদান শীর্ষক আলোচনা সভা সাজ্জাদাশীন মজ্জুবে ছালেক শাহসূফী ফরিদ আহমদ আল কাদেরী আল হাসানী আল মাইজভান্ডারীর সভঅপতিত্বে অনুষ্ঠিত হয়। 

 

এতে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ইসলামী চিন্তাবীদ ড, মুহাম্মদ জাফর উল্লাহ্, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. নূ.ক.ম আকবর হোসেন, চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, ইসলামী চিন্তাবীদ লেখক ও গবেষক আলহাজ্ব মাওলানা শায়েস্ত খান আল-আজাহারী, দৈনিক সমেকালের চট্টগ্রাম ব্যুরো সাংবাদিক নাসির উদ্দীন হায়দার, বিশিষ্ট কলামিষ্ট মুছা খান, বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, মাওলানা নুরুলঐলাহ রায়হান খান, অ্যাডভোকেট মুজিবুর রহমান, নূর মোহাম্মদ রানা, নেছার আহমদ খান, আকতার হোসেন, চৌধুরী হাসান মুহম্মদ আকবরী, শাহাজাদী নারগিছ আক্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাজাদা রেজাউল করিম (বড় মিয়া), শাহাজাদা নিজামুল করিম সুজন, আবু তৈয়ব শিবলু, মোহাম্মদ মনির, হেলাল উদ্দিন রুবেলসহ আরো অনেকে।