মঙ্গলবার, মে ৬, ২০২৫
logo

শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


আশরাফুল আলম সরকার , শ্রীপুর প্রকাশিত:  ১৫ জানুয়ারী, ২০২৫, ১২:০১ পিএম

শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

গাজীপুরের শ্রীপুরে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শ্রীপুর উপজেলা প্রেসক্লাব। সোমবার বিকেল ৪টায় পৌরসভার বেড়াইদের চালা এলাকায় আমজাদ হোসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অর্ধশত শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘শ্রীপুর উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ রানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন উপজেলা প্রেসক্লাব এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক এর শ্রীপুর সংবাদাতা জনাব এম. এম. ফারুক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  নদী পরিব্রাজক দল শ্রীপুর এর সাধারণ সম্পাদক মোঃ শাফি কামাল, লেখক তানভীর আহমেদ, কারী রুহুল আমিন, কারী আব্বাস উদ্দীন, আমজাদ হোসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর সকল শিক্ষক, শিক্ষিকাগণ।


অনুষ্ঠানে প্রধান অতিথি এম. এম ফারুক বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, আমাদের দায়িত্ব তাদের পাশে দাড়ানো। তাই আমাদের সকলেরই উচিত মনুষ্যত্বের চর্চায় গুণান্বিত হয়ে মানবিক কাজে এগিয়ে আসা। এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা শেষে উপস্থিত শীতার্তদের হাতে উপহার হিসেবে কম্বল তুলে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি।