মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

টাঙ্গাইল মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা দলের র‌্যালী

জাতীয় সংবাদ

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৪, ১১:১২ এএম

টাঙ্গাইল মুক্ত দিবস উপলক্ষে আজ বর্ণাঢ্য বিজয় র‌্যালী করেছে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। দুপুর ১২ টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিজয় র‌্যালীটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি এডভোকেট খালেক মন্ডলের নেতৃত্বে বিজয় র‌্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন,জেলা বিএনপি'র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সহ-সভাপতি ছাইদুল হক ছাদু,জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু,জাতীয়তাবাদ মুক্তিযোদ্ধা দল জেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবদলের আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ। বিজয় র‌্যালী ও সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।