রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

ফটিকছড়িতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পায়তারা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৫, ১১:০৪ এএম

ফটিকছড়িতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পায়তারা

চট্টগ্রামের ফটিকছড়ি পাইন্দং ইউনিয়ন হাইদ চকিয়া মৌজার আওতাধীন ফটিকছড়ি পেলা গাজির দিঘী এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একটি জমি ‘জোরপূর্বক’ দখল নেওয়ার পায়তারার অভিযোগ উঠেছে। এমনকি জমির মালিকপক্ষকে নানাভাবে হুমকিও দিচ্ছে তারা। এতে করে এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় ফটিকছড়ি থানায় একটি অভিযোগ দেন জমির প্রকৃত মালিক ভুক্তভোগী ইলিয়াস চৌধুরী গং।

 

স্হানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়ন হাইদচকিয়া মৌজার আর এস ৬৬১ খতিয়ানের আর এস ৩৪৭৮ নং দাগের সামিল বি.এস ৩৭ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুইটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। 

 

কিন্তু সম্প্রতি জনৈক মোঃ ইমরান গং ওই জমি নিজেদের দাবি করে জোরপূর্বক দখলের উদ্দেশ্যে নানা ধরনের পায়তারা শুরু করেন। এ লক্ষ্যে গত ২৭ মার্চ, বৃহস্পতিবার মো. ইমরান ও মিনহাজ উদ্দিন রুবেল এর নেতৃত্বে প্রায় (১০-১২) জন লোক ওই জমিতে জোরপূর্বক বেআইনী অনুপ্রবেশ করে জমি দখলে নেওয়ার পায়তারা করেন। পরবর্তীতে মৌরশিসূত্রে জমির মালিক ইলিয়াছ গং স্হানীয় সূত্রে বিষয়টি জানতে পেরে নাসিমুল রিয়াজ রাকিব ও তৎসঙ্গীয় স্থানীয় ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত হয়ে বাঁধা প্রদান করেন ও ফটিকছড়ি থানা পুলিশকে অবহিত করেন। এসময় ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইমরান ও তার অনুসারীরা। 

 

এদিকে– মৌরশি সূত্রে এই সম্পত্তির স্বত্ববান দখলকার ইলিয়াস চৌধুরী গং বাদী হয়ে স্বত্ব দখলহীন ভুল বি.এস রেকর্ডী নুর মোহাম্মদের ওয়ারিশান মো: ইমরান গং এর বিরুদ্ধে বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ও ১ম যুগ্ম জেলা জজ আদালত, চট্টগ্রামে এলএসটি ৪৬/২০২৩ নং মামলা দায়ের করেন ও পাশাপাশি বিজ্ঞ ২য় যুগ্ম জেলা জজ আদালত চট্টগ্রামে বিভাগ (২০৯/২৪) নং মোকদ্দমা দায়ের করেন। 

 

উক্ত বিভাগ মোকদ্দমায় ইলিয়াছ গং অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে বিগত ১২/৩/২০২৫ ইং তারিখ বিজ্ঞ ২য় যুগ্ম জেলা জজ আদালত বিরোধীয় সম্পত্তির দখল ও হস্তান্তর সংক্রান্তে স্থিতাবস্থার আদেশ প্রচার করেন।