বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের কল্যাণ, দক্ষতা বৃদ্ধি ও অপারেশনাল সক্ষমতা উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আনসার সদস্যদের জন্য চালু হয়েছে ডিজিটাল স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং রেশন পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন। সাম্প্রতিক সময়ে তিনটি পৃথক খাতে গৃহীত এই উদ্যোগগুলো বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়ন ও বাহিনীর সার্বিক কার্যকারিতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বুধবার রাজধানীর খিলগাঁও আনসার সদরদপ্তরে এক কর্মশালায় এসব কথা বলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি আরও বলেন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ফলে আনসার সদস্যরা শুধু বাহিনীর অভ্যন্তরে নয়, বাহিরের চাকরির বাজারেও প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। যা দেশে বেকারত্ব হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা স্বনির্ভর হয়ে ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলতে পারবে, ফলে আত্মকর্মসংস্থানের নতুন দ্বারও উন্মোচিত হবে।
এর আগে আনসার-ভিডিপি এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস (জিডিএইচএস)-এর মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি সই হয়। এই চুক্তির আওতায় বাহিনীর সদস্যরা ‘সুখী’ অ্যাপের মাধ্যমে ২৪/৭ আধুনিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। এতে ভিডিও কনসালটেশন, হোম ল্যাব টেস্ট, ওষুধ সরবরাহ, মানসিক স্বাস্থ্যসেবা, গর্ভকালীন পরিচর্যা, অ্যাম্বুলেন্স সংযোগ, ব্লাড ব্যাংক সেবা প্রভৃতি অন্তর্ভুক্ত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গ্রামীণ গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা।