মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

কোটালীপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৫, ০৭:০৩ পিএম

কোটালীপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে।


এ উপলক্ষে আজ সোমবার (১০ মার্চ) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে  এক আলোচনা সভায় মিলিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ , উপজেলা বিএনপি’র সদস্য সটিব আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপি’র সদস্য সচিব ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: এইচ এম আনসার,  কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে কোটালীপাড়া ফায়ার স্টেশনের পক্ষ থেকে দুর্যোগের বিভিন্ন মহড়া প্রদর্শণ করেন।