মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ভিজেপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ০২ মার্চ, ২০২৫, ০৭:০৩ এএম

ভিজেপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট

ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে ১৩ নং জগন্নাথ দিঘী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মরহুম আব্দুল হান্নান মজুমদার বাবু স্মৃতি মিনি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার ১লা মার্চ বিজয় করা স্কুল এন্ড কলেজ মাঠে আইয়ূবুর রহমান চৌধুরী পারভেজ এর সভাপতিত্বে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ফকির বাজার স্পোর্টিং ক্লাবকে টাই বেকারে ১ - ০ গোলে পরাজিত করে দক্ষিণ বেতিয়ার বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন হয়।


খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। এতে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন যুবরাজ চৌধুরী, আবির চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী সোলায়মান চৌধুরী প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে কামরুল হুদা বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।