মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর

আর্ন্তজাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৫, ০৫:০৩ পিএম

যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রে প্রাক্তন বান্ধবীর বাবা-মায়ের হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

 

দক্ষিণ ক্যারোলিনা সংশোধন বিভাগের তথ্য অনুসারে, ২০১০ সালের পর যুক্তরাষ্ট্রে এটিই প্রথম এই ধরণের মৃত্যুদণ্ড। এর আগেও তিনবার ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল দেশটি।

 

রাষ্ট্র-অনুমোদিত মৃত্যুদণ্ড কার্যকর করার দুটি পদ্ধতি - প্রাণঘাতী ইনজেকশন বা বৈদ্যুতিক চেয়ারের পরিবর্তে ৬৭ বছর বয়সী ব্র্যাড সিগমন ফায়ারিং স্কোয়াডকে বেছে নেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৮ মিনিটে একজন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সিএনএন জানিয়েছে, ২০০১ সালে প্রাক্তন বান্ধবীর বাবা-মায়ের হত্যাকাণ্ডের জন্য সিগমনকে দোষী সাব্যস্ত করা হয়। তাদের হত্যার পর সিগমন বান্ধবীকে বন্দুকের মুখে অপহরণ করে।

 

সিগমনের আইনজীবীর প্রকাশ করা এক চূড়ান্ত বিবৃতি অনুযায়ী, সিগমন বলেছিলেন, 'আমি চাই আমার সমাপনী বিবৃতি ভালোবাসার এবং আমার সহ-খ্রিস্টানদের প্রতি মৃত্যুদণ্ড বন্ধ করতে সাহায্য করার আহ্বান হয়ে থাকবে।'

 

তিনি বাইবেলের বেশ কিছু অংশ উদ্ধৃত করেছেন, যা ক্ষমার আইনের ওপর জোর দেয়। তিনি বলেন, 'স্রষ্টা কোথাও মানুষকে অন্য কাউকে হত্যা করার ক্ষমতা দেননি।'

 

ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি কীভাবে কাজ করে

সিগমনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় দক্ষিণ ক্যারোলিনার কলম্বিয়ার ব্রড রিভার কারেকশনাল ইনস্টিটিউশনে, যেখানে রাজ্যের সমস্ত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

 

তার আইনজীবী বলেন, বুধবার রাতে সিগমন বিশেষ অনুরোধকৃত খাবারটি গ্রহণ করেন। তাকে কেনটাকি ফ্রাইড চিকেন থেকে খাবার দেওয়া হয়, যার মধ্যে ছিল ম্যাশড আলু এবং সবুজ বিন।

 

২০২২ সালে দক্ষিণ ক্যারোলিনা সংশোধন বিভাগ ফায়ারিং স্কোয়াডের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কক্ষের ব্যবস্থা এবং প্রোটোকল বিস্তারিতভাবে জানিয়েছিল। তিন সদস্যের ফায়ারিং স্কোয়াডের ব্যবহৃত রাইফেলগুলো প্রত্যক্ষদর্শীদের কাছে দৃশ্যমান করা হয় না। তিনটি রাইফেলই তাজা গুলি দিয়ে লোড করা থাকে।

 

 

ওহিও স্টেট ইউনিভার্সিটি কলেজ অফ মেডিসিনের ক্লিনিক্যাল সার্জারির ইমেরিটাস অধ্যাপক ড. জোনাথন গ্রোনার রোববার সিএনএনকে বলেন, ফায়ারিং স্কোয়াডে যে কেউ প্রায় তাৎক্ষণিকভাবে অজ্ঞান হয়ে যায় এবং এর কিছুক্ষণ পরেই রক্তক্ষরণের ফলে মৃত্যু ঘটে বলে মনে করা হচ্ছে। তিন বা চারজন জল্লাদ হৃদপিণ্ডে গুলি ছুঁড়লে মস্তিষ্কে রক্তপ্রবাহ তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যাবে।

অ্যাসোসিয়েটেড প্রেসের একজন প্রতিবেদক এবং মৃত্যুদণ্ড কার্যকরের প্রত্যক্ষদর্শী জেফ্রি কলিন্স এক সংবাদ সম্মেলনে বলেন, সিগমনকে একটি কালো জাম্পস্যুট পরানো হয় এবং একটি চেয়ারে সম্পূর্ণভাবে বাঁধা অবস্থায় রাখা হয়।

সিগমনের মাথার উপর একটি কাপড় লাগানোর আগে শেষ বক্তব্যটি পড়ে শোনানো হয়। কলিন্স বলেন, সন্ধ্যা ৬টা ৫ মিনিটে গুলির শব্দ শোনা যায়। গুলি শুরু হলে প্রত্যক্ষদর্শীরা অনিচ্ছাকৃতভাবে ভয়ে কাঁতরে ওঠে। পরে সিগমনের বুকে একটি ছোট লাল দাগ দেখা যায়।