মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

টাঙ্গাইলে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৫, ০২:০৩ পিএম

টাঙ্গাইলে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৪ মার্চ) সকালে জেলা প্রশাসন টাঙ্গাইল ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।


স্থানীয় সরকার টাঙ্গাইল এর উপ-পরিচালক মো: শিহাব রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক।


এ সময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডিস্ট্রিক্ট ম্যানেজার ও জেলার সকল উপজেলা সমন্বয়কারীগণ।


সভায়, জেলা পর্যায়ে ২০২৪-২০২৫ কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জসমূহ এবং শিক্ষণীয় দিকসমূহ পর্যালোচনা এবং করণীয় বিষয়ে দিক-নির্দেশনা,গ্রাম আদালতের সুবিধা ভোগীর ভিডিও উপস্থাপন,গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা পর্যায়ে গৃহীত পদক্ষেপসমূহ, উপজেলা ভিত্তিক গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় অগ্রগতি, তুলনামূলক পিছিয়ে পড়া ইউনিয়নসমূহের বিদ্যমান চ্যালেঞ্জসমূহ এবং করনীয় বিষয়ে আলোচনা,উন্মুক্ত আলোচনা:ইউনিয়ন পর্যায়ে বিদ্যমান সমস্যাসমূহ এবং সমস্যা সমাধানে প্রস্তাবিত প্রস্তাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।