মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

১৩ বছরের শিশু ধর্ষণকারী আসামি রফিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৬:১২ পিএম

১৩ বছরের শিশু ধর্ষণকারী আসামি রফিক গ্রেফতার

চট্টগ্রামের সন্দীপে ১৩ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী মো. রফিককে হাটহাজারী থেকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার  হাটহাজারী থানাধীন ছড়াবকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৭।
জান যায়, গ্রেফতারকৃত আসামী মো. রফিক (৪০) উপজেলা সন্দীপ থানাধীন মগধরা গ্রামের মৃত সাহালামের ছেলে। সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। 
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার সন্দীপ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।