কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে লম্বাশিয়া ক্যাম্প থেকে আগুনের সুত্রপাত বলে জানা যায়। দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন
ফায়ারসার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক মোঃ তানহারুল ইসলাম ।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ারসার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আগুনের তীব্র বেশি হওয়ায় নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। চেষ্টা চলছে, আশা করছি দ্রুতই নিয়ন্ত্রণে আসবে।