সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

প্রথম সেমিফাইনালে আজ অস্ট্রেলিয়া-ভারত মুখোমুখি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৫, ১২:০৩ পিএম

প্রথম সেমিফাইনালে আজ অস্ট্রেলিয়া-ভারত মুখোমুখি

নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। চলতি আসরে ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইতে। আজ চতুর্থবারের মতো মাঠে নামছে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।


সেমিফাইনালে টিকে থাকা চার দলের মধ্যে ভারত ছাড়া বাকি তিনটিকে ভ্রমণ করতে হয়েছে। নিউজিল্যান্ড তাদের তিন ম্যাচ খেলেছেন যথাক্রমে করাচি, রাওয়ালপিন্ডি ও দুবাইতে। দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচ ছিল করাচি ও রাওয়ালপিন্ডিতে। যদিও তাদের রাওয়ালপিন্ডির ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়। অস্ট্রেলিয়া খেলেছে লাহোর ও রাওয়ালপিন্ডিতে।


ভারত নিশ্চিতভাবেই বাড়তি সুবিধা পাচ্ছে। গতকাল সংবাদ সম্মেলনে ‘হোম ভেন্যু’র সুবিধা প্রসঙ্গে প্রশ্নের মুখে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘বিষয়টি এমন না যে পিচ কী আচরণ করবে, তা আমরা জানি। সেমিফাইনালে কোন পিচে খেলা তাও তো আমরা জানি না। যাই হোক, যে পিচেই হোক আমাদের মানিয়ে নিতে হবে। এটা তো আমাদের হোম ভেন্যু না—এটা দুবাই। এখানে আমরা খুব বেশি ম্যাচ খেলিনি। এটা সবার জন্যই নতুন।’


আগামীকাল লাহোরে একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ৯ মার্চ ফাইনাল। যদিও ফাইনালের ভেন্যু কোনটি, তা নির্ভর করবে ভারতের ম্যাচের ওপর। ভারত জিতলে ফাইনালের ভেন্যু দুবাই আর অস্ট্রেলিয়া জিতলে ফাইনাল হবে লাহোরে।