বিপিএলের ডামাডোলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সেভাবে নিতে পারেনি বাংলাদেশ। ওয়ানডে না খেললেও টি-টোয়েন্টিতে ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ফরম্যাট ওয়ানডে। টুর্নামেন্টকে সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা।
মূল আসর শুরুর আগে হাতে অবশ্য সময় আছে। এরমধ্যে বাংলাদেশ সুযোগ পাচ্ছে একটি প্রস্তুতি ম্যাচ খেলারও। বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ আগামী ১৭ ফেব্রুয়ারি। পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আইসিসি জানিয়েছে, ম্যাচটি হবে দিবারাত্রির। তবে পাকিস্তান শাহিনস একইসঙ্গে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গেও প্রস্তুতি ম্যাচ খেলবে, যার ফলে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে মূল দলের পরিবর্তে মাঠে নামবে মোহাম্মদ হারিসের নেতৃত্বাধীন একটি দল। দলে থাকবেন আমের জামাল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসামা মীর ও সাহিবজাদা ফারহানদের মতো খেলোয়াড়রা।
আফগানিস্তান দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে-একটি পাকিস্তান শাহিনসের বিপক্ষে ও অন্যটি নিউজিল্যান্ডের বিপক্ষে। এদিকে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে পাকিস্তানের আরেকটি দল, মোহাম্মদ হুরাইরার নেতৃত্বাধীন শাহিনদের।
বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টের আগে সাধারণত প্রতিটি দল এক বা একাধিক প্রস্তুতি ম্যাচ খেলে। তবে এবার ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া কোনো প্রস্তুতি ম্যাচ খেলছে না। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম ভারত কোনো আইসিসি টুর্নামেন্টে প্রস্তুতি ম্যাচ ছাড়াই অংশ নিতে যাচ্ছে।
সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চারটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুটি ম্যাচ খেলবে আফগানিস্তান, একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।